দ্য ওয়াল ব্যুরো: মার্কিন শুল্কনীতিকে (US Tariffs) কড়া ভাষায় আক্রমণ করলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ (Sergei Lavrov)। তিনি স্পষ্ট জানালেন, ভারত (India) ও চিনের (China) মতো প্রাচীন সভ্যতাকে ‘হুমকি ও আলটিমেটাম’ (threat and ultimatum) দিয়ে চাপে ফেলা যাবে না।
রাশিয়ার প্রধান চ্যানেল 1-এর The Great Game অনুষ্ঠানে লাভরভ বলেন, আমেরিকার নির্দেশে রাশিয়ান জ্বালানি (Russian oil) কেনা বন্ধ করতে বলা হচ্ছে, যা উল্টে দেশগুলিকে ‘নতুন বাজার খোঁজার, নতুন উৎস থেকে জ্বালানি কেনার এবং অনেক বেশি দাম দেওয়ার’ দিকে ঠেলে দিচ্ছে।
#REL