দ্য ওয়াল ব্যুরো: রাশিয়া-ইউক্রেন সংঘাতে (Russia-Ukarine War) নতুন মোড়। শান্তি আলোচনায় (Peace Talk) বসতে রাজি হলেন ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)! সাম্প্রতিক তাঁর এই মন্তব্য আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। অনেকেই মনে করছেন, দুই দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার এটাই পথ হতে পারে।
ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসার জন্য প্রস্তুত রাশিয়া। মস্কো ইউক্রেনীয় প্রতিনিধিদলের জন্য পূর্ণ নিরাপত্তা গ্যারান্টি দেবে বলেও জানিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার এক বক্তৃতায় পুতিন আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের (EU) সদস্যপদ পাওয়ার আইনি অধিকার ইউক্রেনের আছে।