দ্য ওয়াল ব্যুরো: কৃষ্ণসাগরে ইউক্রেনের নৌ-ড্রোন হামলায় ফের ক্ষতিগ্রস্ত হয়েছে একটি রুশ তেল ট্যাঙ্কার, 'বিরাট' (Virat)। ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা (SBU) আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেছে। ট্যাঙ্কারটি রাশিয়ার 'শ্যাডো ফ্লিট' বা ছায়া বহরের অন্তর্ভুক্ত বলে জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে যে, রুশ তেল ট্যাঙ্কার 'বিরাট'-কে শনিবার কৃষ্ণসাগরে জলের নীচ থেকে ড্রোন (Underwater Unmanned Drone) দিয়ে আঘাত করা হয়। মজার বিষয় হল, এই একই ট্যাঙ্কারটি তার আগের দিন, অর্থাৎ শুক্রবারও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
#REL