দ্য ওয়াল ব্যুরো: ফের ইউক্রেনে মিসাইল ছুড়ছে রাশিয়া। রাতভর আক্রমণে কিয়েভের একাধিক এলাকা বিপর্যস্ত। ড্রোন ও মিসাইল হামলায় রবিবার সকালে মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের, যাঁদের মধ্যে এক শিশু ও এক তরুণীও রয়েছেন বলে জানা যাচ্ছে। গুরুতর আহত অন্তত ১৮ জন। শহরের একাধিক আবাসন ও প্রশাসনিক ভবন আগুনে ভস্মীভূত।
রাজধানীর সামরিক প্রশাসনিক প্রধান তিমুর ত্কাচেঙ্কো বিবৃতিতে জানিয়েছেন, পেচেরস্কি জেলায় কিয়েভ প্রশাসনিক ভবনের ছাদে আগুন লাগে রবিবার ভোর রাতে। প্রত্যক্ষদর্শীদের কথায়, ঘন ধোঁয়া উড়তে দেখা যায় ইউক্রেন সরকারের প্রধান দফতরের ভবন থেকে।
#REL