দ্য ওয়াল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কনীতির জেরে ভারত-চিন সম্পর্ক (India China Relation) আগের থেকে ভাল জায়গায় গেছে। কিন্তু বেজিং সরকারের মতিগতি বোঝার উপায় নেই। কারণ লাদাখ সীমান্তে (Ladakh Border) ফের চিনা-কার্যকলাপ নিয়ে সন্দেহ জন্মেছে।
প্যাংগং হ্রদের পূর্ব তীরে, ভারতের সীমান্ত থেকে মাত্র ১১০ কিলোমিটার দূরে, দ্রুতগতিতে তৈরি হচ্ছে চিনের এক নতুন সামরিক ঘাঁটি (Air Defence Site)। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে, সেখানে গড়ে উঠছে এক বিশাল বিমান প্রতিরক্ষা কমপ্লেক্স - যেখানে রয়েছে কমান্ড সেন্টার, ব্যারাক, যানবাহন রাখার শেড, অস্ত্রাগার এবং রাডার ঘাঁটি।