দ্য ওয়াল ব্যুরো: উনুন থেকে ধোঁয়া উঠছে, সসেজের (Sausage) গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। ভিড় জমেছে মানুষের। আর সেই ভিড়ের মাঝখানে হাসিমুখে দাঁড়িয়ে আছেন টাং জিয়ান (Tang Jian)। একসময় তিনটি রেস্তরাঁর মালিক, আজ রাস্তার ধারে সসেজ বিক্রেতা। তবে এই ‘বিক্রেতা’ শব্দটা তাঁর জন্য আর প্রযোজ্য নয়। কারণ, এই ৫৭ বছরের মানুষটি এখন দিনে রোজগার করেন প্রায় ২০০,০০০ ইউয়ান - ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ লক্ষ টাকা!
চিনের (China) শানডং প্রদেশের উপকূলবর্তী শহর কিংদাও - এখান থেকেই টাং জিয়ানের জীবনের রূপকথা শুরু এবং শেষও হয়। তবে এই জায়গা থেকেই তাঁর দ্বিতীয় জন্ম হয়েছে।