দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ঘোষিত ১ লক্ষ ডলারের এইচ ওয়ান বি (H-1B) ভিসা ফি-তে যখন ভারত-সহ একাধিক দেশের তরুণ পেশাদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, তখনই নতুন রাস্তা খুলে দিল চিন। বিশ্বজোড়া বিজ্ঞান ও প্রযুক্তির তরুণ প্রতিভাদের টানতে চালু হচ্ছে নতুন ‘কে ভিসা’ (K Visa)।
চিনের প্রিমিয়ার লি কিয়াং (Li Qiang) সোমবারই বিদেশিদের প্রবেশ-সংক্রান্ত নিয়মে সংশোধনের বিজ্ঞপ্তি জারি করেছেন। আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে নতুন নিয়ম।
#REL
কী সুবিধা মিলবে কে ভিসায়?