দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় (USA) কি তবে টিকটক (TikTok) ফিরছে?
টিকটকের মালিকানা নিয়ে চলমান সমস্যার সমাধানে একটি চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে এসেছে বলে সূত্রের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সোমবার এই ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, শুক্রবার চিনের প্রেসিডেন্ট (China President) শি জিনপিংয়ের (Xi Jingpin) সঙ্গে এ বিষয়ে কথা বলবেন।
ট্রাম্প একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, "একটি নির্দিষ্ট কোম্পানির বিষয়ে চুক্তি হয়েছে। এটি আমাদের দেশের তরুণদের খুবই পছন্দ এবং তারা খুব বেশি করে চেয়েছিল একে বাঁচিয়ে রাখতে।"