দ্য ওয়াল ব্যুরো: সফরে চিনের বিদেশমন্ত্রী ওয়াং য়ি বর্তমানে ভারত সফর করছেন। দু'দিনের সফরে নয়া দিল্লি এসেছেন তিনি। এরই মধ্যে মঙ্গলবার চিনের বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে দাবি করল, সোমবার বেজিংয়ে ওয়াং য়ি-র সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত সর্বদা এক চিনি নীতিতে বিশ্বাসী। তাইওয়ানকে নয়াদিল্লি চিনের অংশ বলে মনে করে।
বেজিংয়ে সোমবার জয়শঙ্করের সঙ্গে বৈঠক শেষে চিনের বিদেশমন্ত্রী মঙ্গলবার সকালে নয়াদিল্লি এসেছেন। মঙ্গলবার তিনি বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে।