দ্য ওয়াল ব্যুরো: আয়ারল্যান্ডের (Ireland) ওয়াটারফোর্ডে ছয় বছরের ভারতীয় বংশোদ্ভূত এক শিশুকন্যার (Indian Origin Girl) ওপর নৃশংস হামলার অভিযোগ উঠল। শিশুটিকে ঘিরে ধরে কিশোরদের একটি দল তাকে মারধর করে। যৌনাঙ্গে গুরুতর আঘাত পেয়েছে সে। তবে শুধু মারধর নয়, শিশুকে বলা হয়েছে, - ‘ডার্টি ইন্ডিয়ান, গো ব্যাক টু ইন্ডিয়া’ (Go back to India)!
স্থানীয় সূত্রে খবর, মেয়েটি তখন তার বন্ধুদের সঙ্গে বাড়ির সামনেই খেলছিল। শিশুটির মা কিছুক্ষণ মেয়ের খেলা দেখে ঘরে ঢুকে দশ মাসের ছেলেকে খাওয়াতে গেছিলেন। মিনিটখানেকের মধ্যে মেয়েটি কাঁদতে কাঁদতে ফিরে আসে। এরপর বেশ কিছুক্ষণ সে কথা বলতে পারছিল না ভয়ে।