দ্য ওয়াল ব্যুরো: শুধু জন্মস্থান ‘অরুণাচল প্রদেশ’ (Arunachal Pradesh) লেখা ছিল বলেই নাকি তাঁর ভারতীয় পাসপোর্টকে (Indian Passport) 'অবৈধ' ঘোষণা করা হল! শাংহাই বিমানবন্দরে চরম হয়রানির অভিযোগ তুলেছেন ব্রিটেনে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত প্রিমা ওয়াংজম থংডক।
লন্ডন (London) থেকে জাপান (Japan) যাওয়ার পথে ২১ নভেম্বর তিন ঘণ্টার ট্রানজিট ছিল শাংহাই পুডং বিমানবন্দরে। কিন্তু সেই সামান্য বিরতি বদলে গেল ১৮ ঘণ্টার দুঃসহ অভিজ্ঞতায়।
#REL