দ্য ওয়াল ব্যুরো: চিন-পাকিস্তান (China-Pakistan) বন্ধুত্ব হতে চলেছে আরও শক্তিশালী! সাম্প্রতিক এক খবরে মিলছে এমনই ইঙ্গিত। কারণ, পাকিস্তানি মহাকাশচারিকে (Pakistani Astronaut) ট্রেনিং দিতে চলেছে চিন! ফলে মানববাহী মহাকাশ অভিযানে অংশগ্রহণকারী প্রথম দিকের দেশগুলির তালিকায় নাম তোলার পথে এগোচ্ছে পাকিস্তান।
চাঁদের পরে মহাকাশের অন্য অংশে দক্ষিণ এশিয়ার দেশগুলির উপস্থিতি বাড়ছে। সেই পরিপ্রেক্ষিতেই জানা গেছে, চিনের তিয়ানগং স্পেস স্টেশনে (Tiangong Space Station) স্বল্পমেয়াদি মিশনে অংশ নেবেন এক পাকিস্তানি মহাকাশচারী - এমনই ঘোষণা করেছে বেজিং।