দ্য ওয়াল ব্যুরো: মার্কিন ডলারের (Dollar) বিপরীতে ভারতীয় টাকার (Rupee) পতন ধরে রাখতে পারছে না কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার। মুদ্রার অবমূল্যায়ন নিয়ে মনমোহন সিংহর উপর দোষারোপ করতেন যাঁরা, তাঁদের জমানাতেই টাকার রেকর্ড পতন ঘটে গেছে। প্রথমবার ৯০ পেরিয়ে গেছে ডলারের বিনিময়ে টাকার দাম। শনিবার এ ব্যাপারে প্রথম বার মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন(Nirmala Sitharaman)। তাঁর সাফ কথা, টাকা নিজের পথ নিজেই খুঁজে নেবে!
#REL