দ্য ওয়াল ব্যুরো: পুজোর মুখে নতুন নির্দেশিকা নিয়ে হাজির রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)। ডিজিটাল লেনদেনের নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু নতুন নিয়ম এল শুক্রবার। যার নাম দেওয়া হয়েছে, 'অথেনটিকেশন মেকানিসম ফর ডিজিটাল পেমেন্ট ট্রান্সকশন' ডিরেকশনস ২০২৫।
নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, দুই স্তরের প্রমাণ (টু-স্টেপ অথেনটিকেশন) থাকাই অপরিহার্য, একই সঙ্গে এসএমএস-ভিত্তিক ওটিপিও (এসএমএস ওটিপি) বৈধ অপশন হিসেবে বজায় থাকবে, তবে আধুনিক ও শক্তিশালী বিকল্প গ্রহণের উপরও জোর দেয়া হয়েছে।
#REL