দেবপ্রিয় সেনগুপ্ত
কিছুটা ঝিমিয়ে থাকা দেশের গাড়ি ব্যবসা উৎসবের মরশুমে প্রত্যাশা মতোই বিপুল গতি পেল। সম্প্রতি জিএসটি হার কমানোর পর গাড়ি ব্যবসা চাঙ্গা হবে, সেই ইঙ্গিত মিলেছিল তার পরপরই। শুধু গত মাসেই নয়, পুজো বা দশেরা থেকে শুরু করে ৪২ দিনের যে উৎসবের মরসুম চলে, এবারে শোরুম থেকে সবচেয়ে বেশি গাড়ি কিনেছেন ক্রেতারা। শুক্রবার সরকারি তথ্যের ভিত্তিতে একথাই জানিয়েছে ডিলারদের সংগঠন ফাডা।