দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের শুরুতেই ফের কমল সোনার দাম। আজ, সোমবার দেশের বিভিন্ন শহরে সোনার দামে দেখা গেল সামান্য পতন। যদিও খাঁটি সোনার দর এখনও এক লক্ষ টাকার ঊর্ধ্বে রয়েছে। তবে ২২ ক্যারেট সোনার দামে কিছুটা হেরফের হয়েছে।
আজ কলকাতা-সহ একাধিক শহরে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯২,৩০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট অর্থাৎ খাঁটি সোনার দর রয়েছে এক লক্ষ ৬৯০ টাকায়।
#REL
একনজরে দেখে নিন কোথায় কত দাম সোনার
কলকাতা
২২ ক্যারাট – ৯২,৩০০ টাকা (১০ গ্রাম)
২৪ ক্যারাট – ১,০০,৬৯০ টাকা (১০ গ্রাম)
দিল্লি