দ্য ওয়াল ব্যুরো: ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড (NSDL)-এর প্রাথমিক শেয়ার ইস্যু (IPO) বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। বিনিয়োগকারীরা বিপুল উৎসাহে এই ইস্যুতে অংশ নিয়েছেন, যার ফলে এটি প্রায় ৪১ গুণ ওভারসাবস্ক্রাইব হয়েছে। সংস্থার শেয়ার আজ, অর্থাৎ মঙ্গলবার (৬ অগস্ট), বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) তালিকাভুক্ত হচ্ছে। লিস্টিং দাম ধার্য হয়েছে প্রতি শেয়ার ৮৮০ টাকা, যা ইস্যু মূল্যের তুলনায় ১০ শতাংশ বেশি।
১০০% অফার ফর সেল, নেই কোনও নতুন ইস্যু