দ্য ওয়াল ব্যুরো: নিয়মিত সঞ্চয় আর নিরাপদ বিনিয়োগ ভবিষ্যৎকে শক্তপোক্ত করে, এটা অনেকেই জানেন। কিন্তু সাধারণ ধারণা, বড় অঙ্ক না হলে না কি মোটা সুদ বা বড় রিটার্ন পাওয়া যায় না। তবে বিশেষজ্ঞদের মতে, ছোট অঙ্কে দীর্ঘমেয়াদি বিনিয়োগই আসলে কার্যকর পথ। ঠিক যেমন প্রতিদিন মাত্র ২০০ টাকা জমিয়েও তৈরি হয়ে যেতে পারে প্রায় ২০ লক্ষ টাকার সঞ্চয়।
প্রতিদিন ২০০ টাকা জমালেই কীভাবে ২০ লক্ষ?
বিশেষজ্ঞদের হিসেব বলছে, প্রতিদিন মাত্র ২০০ টাকা অর্থাৎ মাসে প্রায় ৬,০০০ টাকা, নিয়মিত বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে তৈরি হওয়া সম্ভব ২০ লক্ষ টাকা। এর পিছনে কাজ করে (compounding)-এর নীতি।