দ্য ওয়াল ব্যুরো: আজ সকালে ভারতীয় বাজারে সোনার দামে নতুন চমক। দামের সামান্য পরিবর্তনেই মধ্যবিত্তের মনে জাগছে নতুন আশা, আবার কেউ কেউ ভাবছেন—এই ওঠানামা কি আরও বাড়িয়ে দেবে মাসিক খরচের চাপ? উৎসবের মরসুমে সোনার দামের গতি বরাবরই গুরুত্বপূর্ণ, কারণ ভারতীয় সমাজে সোনা শুধু গয়না নয়, এক অমূল্য বিনিয়োগও বটে।
বর্তমান সোনার দামের পরিস্থিতি
নভেম্বরের শুরুতেই দেশের সোনার বাজারে চলছে টানাপোড়েন।
৮ নভেম্বর, ২০২৫ তারিখে: