দ্য ওয়াল ব্যুরো: কোয়ান্টাম কম্পিউটিংয়ের জগতে এক যুগান্তকারী সাফল্য। বিজ্ঞানীরা এমন এক পদ্ধতি আবিষ্কার করেছেন, যা কোয়ান্টাম কম্পিউটারে প্রায় শূন্য শতাংশ ভুলের হার নিশ্চিত করছে। দীর্ঘদিন ধরে এই সমস্যাটিই ছিল কোয়ান্টাম প্রযুক্তির সবচেয়ে বড় বাধা। কারণ কোয়ান্টাম কণা বা কিউবিট অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সামান্য গোলযোগেই গণনায় ত্রুটি দেখা দিত। এই বিপ্লবী সাফল্য বিজ্ঞান ও প্রযুক্তির ভবিষ্যৎকে সম্পূর্ণ নতুন পথে নিয়ে যাবে। দ্রুত জটিল সমস্যার সমাধান সম্ভব হবে এবং প্রচলিত কম্পিউটারের সীমাবদ্ধতা অতিক্রম করবে কোয়ান্টাম কম্পিউটার।
যুগান্তকারী অগ্রগতি