দ্য ওয়াল ব্যুরো: শনিবার থেকেই দিল্লির অবস্থা শোচনীয়। রবিবার সকালে দৃশ্যমানতা কমে যায়। বায়ু দূষণে নাজেহাল অবস্থা, দশকের অন্যতম খারাপ দিন, বলছেন আবহাওয়াবিদরা। এদিকে উত্তর ভারতের একাধিক এলাকায় শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশা। বিপর্যস্ত দিল্লি সংলগ্ন হরিয়ানাও (Haryana)। রবিবার সকালে একের পর এক দুর্ঘটনা হয়।
রোহতক জেলার (Rohtak) খারকরা গ্রামের (Kharkara Village) কাছে ট্রান্স-হরিয়ানা এক্সপ্রেসওয়েতে বড়সড় দুর্ঘটনা হয়। ট্রাক, বাস ও গাড়ি-সহ একের পর এক যানবাহনের একে অপরের সঙ্গে ধাক্কায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। মারা গেছেন দু'জন।
#REL