দ্য ওয়াল ব্যুরো: ৬ সেপ্টেম্বরের সকালে নয়ডার রোমহর্ষক হত্যাকাণ্ড (Noida murder) চমকে দিয়েছিল এলাকাবাসীদের। সেক্টর–৩৯ থানার এলাকার একটি ড্রেন থেকে উদ্ধার হয় এক মহিলা মুণ্ডহীন দেহ (Noida Headless body case)। সেই ঘটনায় গ্রেফতার করা হল মনু সিং ওরফে মনু সোলাঙ্কিকে। বয়স ৩৪।
অভিযুক্ত পেশায় এক বাসচালক এবং বিবাহিতও। দুই মেয়েও আছে তার। মৃতা প্রীতি যাদবের সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল। সেই প্রেমিকাকে খুন করে দেহ খণ্ড খণ্ড করে নয়ডা ও গাজিয়াবাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় বলে অভিযোগ। সে নয়ডার বারোলা এলাকায় পরিবার-সহ থাকত। প্রেমিকা প্রীতি যাদবও একই এলাকায় থাকতেন।