দ্য ওয়াল ব্যুরো: নয়ডার ব্যস্ত সড়কে এক রোমান্টিক দৃশ্যের নামমাত্র রিমেক, কিন্তু এবার গান নয়, ক্লাইম্যাক্সে এল পুলিশের বিশাল অঙ্কের জরিমানার চালান!
উত্তরপ্রদেশের পুলিশের (UP Police) ভাইরাল পোস্টে 'Romeo & Juliet tried a bike sequel in Noida' শিরোনামে দেখানো হয়েছে, কীভাবে যুবদম্পতি হেলমেট না পরে বাইক চালাচ্ছিলেন এবং ট্রাফিক নিয়ম লঙ্ঘন করছিলেন। ভিডিওতে তারা সিনেমার রোমান্টিক দৃশ্য অনুকরণ করছিলেন। কিন্তু পুলিশ সতর্ক ছিল, এবং শেষমেশ রোমিও-জুলিয়েটকে ধরে জরিমানা করা হল মোট ৫৩ হাজার ৫০০ টাকা!