দ্য ওয়াল ব্যুরো: এবার ভয়াবহ 'অনার কিলিং'-এর অভিযোগে বিদ্ধ উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। বোনের সঙ্গে প্রেমের সম্পর্কের জের (relationship with cousin)! তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন ২৪ বছরের ওই যুবক, জানতে পেরে তাঁকে বেঁধে পেটায় মেয়েটির পরিবারের লোকজন। মৃত্যু হয় তাঁর।
জানা গিয়েছে, মৃতের নাম রবি শ্রীবাস, তিনি বান্দা জেলার জাসপুরার বাসিন্দা।