দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় রিলস বানানোর নাম করে দিনের পর দিন নাবালিকার গোপন ছবি তুলে রাখা হত, একাধিকবার ধর্ষণও করা হয়েছে, এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ইউটিউবার ও তাঁর নাবালক ছেলেকে। বসিরহাটে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযুক্ত ইউটিউবার হাড়োয়া থানা এলাকার বাসিন্দা। নাবালিকাও একই এলাকায় থাকে। জানা গেছে, নির্যাতিতার বাবা পুলিশে কর্মরত। অভিযোগ, ওই ইউটিউবার ও তাঁর নাবালক ছেলে নাবালিকাকে রিলস ও ভিডিও বানানোর নাম করে গোপন ছবি তুলে রেখে দিত। পরে সেগুলি দিয়েই ব্ল্যাকমেল করা হত। এমনকি একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ।