দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পুজারার (Cheteshwar Pujara) পরিবারে ঘনিয়ে এল গভীর শোক। রাজকোটে নিজের বাড়িতে আত্মঘাতী হলেন তাঁর শ্যালক জিৎ পাবারি (Jeet Pabari)। বুধবার সকালে দেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
রাজকোটের হরিহর সোসাইটিতে থাকতেন জিৎ। পুলিশ জানিয়েছে, সকালে পরিবারের সদস্যরা তাঁকে অচৈতন্য অবস্থায় দেখতে পেয়ে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
#REL