দ্য ওয়াল ব্যুরো: দুপুর গড়াতেই ডুমুরজলার রিং রোডে মর্মান্তিক দৃশ্য (Dumurjala Ring Road)। শরীরে দাউদাউ আগুন, সেই অবস্থাতেই রাস্তাজুড়ে ছুটছেন ২৩-২৪ বছরের এক যুবক। তাঁর আর্তচিৎকারে মুহূর্তে থমকে যায় যাতায়াত। বিস্ময়ে ভয়ে জড়সড় পথচারীরা। কেউ কাছে যাওয়ার সাহস পাননি।
শেষমেশ স্থানীয় কয়েক জন বাসিন্দা দূর থেকে জল ছুড়ে কোনও মতে আগুন নেভান। ততক্ষণে গুরুতর দগ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চ্যাটার্জিহাট থানার পুলিশ। তাঁরা দ্রুত উদ্ধার করে নিয়ে যান হাওড়া জেলা হাসপাতালে। বর্তমানে বার্ন ইউনিটে চলছে তাঁর লড়াই।
#REL