দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালে হামাসের হামলায় প্রেমিকা ও বন্ধুকে চোখের সামনে হারিয়েছিলেন রোই শালেভ (Roei Shalev)। সেই শোক কাটেনি দু'বছর পেরিয়েও, শেষ পর্যন্ত নিজেও প্রাণ দিলেন। হামাসের হাত থেকে মুক্তি পেয়েও বাঁচতে পারলেন না বেশিদিন।
প্রেমিকার মৃত্যুর ভয়াবহ স্মৃতি, মানসিক ক্ষত আর যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না বহুদিন ধরেই। চেষ্টা করেছিলেন নিজেকে ঠিক রাখার কিন্তু কোথায় কী, মানসিক অবসাদ ধীরে ধীরে গ্রাস করতে শুরু করে বছর ৩০-এর যুবককে। ফল, আত্মহত্যা।
#REL