দ্য ওয়াল ব্যুরো: তিন বোনের অশ্লীল ছবি-ভিডিও এআই দিয়ে তৈরি দেখিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছিল এক কলেজ পড়ুয়াকে। সেই মানসিক চাপ সহ্য করতে না পেরে শেষমেশ আত্মহত্যা করল ১৯ বছরের ওই তরুণ। ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাহুল ভারতী, সে ফরিদাবাদের বসেলওয়া কলোনির বাসিন্দা। অভিযুক্তরা রাহুলের তিন বোনের এআই–জেনারেটেড নগ্ন ছবি ও ভিডিও বানিয়ে ক্রমাগত হুমকি দিচ্ছিল বলে খবর। দাবি করেছিল ২০ হাজার টাকা, নাহলেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকি।
#REL