দ্য ওয়াল ব্যুরো: স্বামী স্ত্রী ও তিন সন্তানের ছোট সংসার। কিন্তু প্রায়ই অশান্তি লেগেই থাকত। দাম্পত্য কলহের জেরেই মর্মান্তিক পরিণতি তিন শিশুর। রোজের অশান্তি সহ্য করতে না পেরে সন্তানদের গায়ে আগুন লাগিয়ে খুন করলেন জন্মদাতা বাবা। পরে নিজেও আত্মঘাতী হন ওই ব্যক্তি।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম গুট্টা ভেঙ্কটেশ্বরলু। অন্ধ্রপ্রদেশের প্রাকাশম জেলার পেড্ডাবোয়াপল্লি গ্রামের বাসিন্দা তিনি। সেখানে তাঁর একটি সার বিক্রির দোকান ছিল। গত ৩০ অগস্ট স্ত্রী দীপিকার সঙ্গে প্রচণ্ড ঝামেলার পর তিন সন্তানকে নিয়ে পালিয়ে যান।
#REL