দ্য ওয়াল ব্যুরো: ফের অনলাইন গেমিং-এর নেশা (online gaming addiction) কাড়ল প্রাণ। গেমের নেশায় মাথায় চেপে বসেছিল বিপুল ঋণের বোঝা (debt)। শেষে সেই দায় থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নিলেন মহারাষ্ট্রের (Maharashtra man suicide) বারশির সমাধান তুকারাম নানভারে। গত শুক্রবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা।
মৃত ৩২ বছর বয়সি সমাধানের বিউটি পার্লার বা সাঁলোর ব্যবসা রয়েছে।