দ্য ওয়াল ব্যুরো: ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্যের মেলবন্ধনে গড়া শহর লখনউ এবার পেল আন্তর্জাতিক স্বীকৃতি। ইউনেস্কো বিশ্বের ৫৮টি শহরকে ‘সৃজনশীল শহর’ (Creative Cities Network)-এর তকমা দিয়েছে। তার মধ্যেই ‘উত্তম ভোজনবিলাসের সৃজনশীল শহর’-এর খেতাব পেয়েছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউ।
এই স্বীকৃতিতে খুশির হাওয়া উত্তরপ্রদেশজুড়ে। উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাজ্য সরকারের মন্ত্রীদের মুখেও এখন গর্বের সুর।
#REL