দ্য ওয়াল ব্যুরো: নিজের ডায়বেটিক মেয়ের (Diabetic Daughter) ইনসুলিন (Insulin) কেনার টাকাটুকুও আর ছিল না। চারদিক থেকে দেনা মেটানোর চাপ, মাথার ওপর কোটি টাকার ঋণের ভার! আর সহ্য করতে না পেরে ফেসবুক লাইভে এসে কেঁদে ফেললেন এক রিয়েল এস্টেট ব্যবসায়ী। তার কিছুক্ষণের মধ্যেই নিজের অফিসে গুলি করে আত্মঘাতী (Suicide) হলেন তিনি।
ঘটনাটি উত্তরপ্রদেশের লখনউয়ের। পুলিশ জানিয়েছে, মৃত ওই ব্যবসায়ীর নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে তাঁর অফিসে নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ডের বন্দুক দিয়েই আত্মহত্যা করেন তিনি।