দ্য ওয়াল ব্যুরো: দমদমে ১৪ বছর বয়সি এক কিশোরীকে গণধর্ষণের (14 year old gangrape) অভিযোগে অভিযুক্ত তিন জনের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি (death penalty of accused) দাবি করে বৃহৎ মিছিলে নামে বাংলা পক্ষ (Bangla Paksha) সংগঠন।
বাংলার ওই কিশোরীর নির্যাতনে অভিযুক্তদের মধ্যে রয়েছেন রাজ্যের বাইরে থেকে আসা তিন ব্যক্তি - সঞ্জু সাউ, ভিকি পাসওয়ান ও রাজেশ পাসওয়ান। তাদের দ্রুত শাস্তি দাবি করে মাঠে নেমেছে স্থানীয়রা।
প্রসঙ্গত, এই মিছিলের আগেও দমদম থানা ঘেরাও করেছে বাংলা পক্ষ।
#REL