দ্য ওয়াল ব্যুরো: লখনউয়ে ফের নৃশংস গণধর্ষণ। শনিবার বানতারার আমবাগান এলাকায় একাদশ শ্রেণির এক দলিত পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয়েছে চার অভিযুক্তকে।
১৬ বছরের ওই কিশোরী শনিবার দুপুরে এক পরিচিতের সঙ্গে বাইকে করে দিদির বাড়ি যাচ্ছিল। পথে বানতারা এলাকার এক আমবাগানের কাছে পেট্রল পাম্পের পাশে তারা কিছুক্ষণ কথা বলার জন্য থামে। সেই সময় পাঁচজন অজ্ঞাতপরিচয় যুবক হঠাৎ তাদের ঘিরে ধরে। কিশোরীর ওই সঙ্গীকে মারধর করে তাড়িয়ে দেয়। এরপর ওই কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
#REL