দ্য ওয়াল ব্যুরো: ময়নাতদন্তের জন্য দেহ এসেছিল হাসপাতালের মর্গে। কিন্তু সেই দেহ নিয়ে টেনেহিঁচড়ে অন্য কোথাও নিয়ে যাওয়ার অভিযোগ উঠল হাসপাতালেরই এক কর্মীর বিরুদ্ধে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলেও জানা গিয়েছে। এক পুলিশ কর্মীরও এতে যুক্ত থাকার অভিযোগ উঠেছে।
বিহারের পশ্চিম চম্পারণ জেলার এক সরকারি হাসপাতালের সেই ঘটনার একটি ভিডিও ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়। তা নিয়েই তীব্র ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ।
#REL
কী বলছে ওই ভাইরাল ভিডিও? দেখা গিয়েছে, দু’জন ব্যক্তি ময়নাতদন্তের জন্য আনা মৃতদেহ স্ট্রেচারে তোলার বদলে টেনে নিয়ে যাচ্ছেন।