দ্য ওয়াল ব্যুরো: কুর্নুলের চিন্না টেকুরু এলাকার হাইওয়েতে শুক্রবার ভোররাতে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০ জনের। তদন্তে উঠে এসেছে একের পর এক গাফিলতির ছবি, বাস ড্রাইভারের জাল শংসাপত্র, মদ্যপ বাইক চালকের বেপরোয়া গতি এবং বাস কোম্পানির নিয়মভঙ্গ, সব মিলিয়ে এই ভয়ঙ্কর পরিণতি।
কি হয়েছিল সেই ভোরে?