দ্য ওয়াল ব্যুরো: মদ কাণ্ডে নাম জড়াল আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রীর। সিআইডি অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh CID) প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির (Ex CM Jagan Mohan Reddy) নাম মদকাণ্ডের চার্জশিটে (Liquor Scam) উল্লেখ করেছে। যদিও মূল অভিযোগ অর্থাৎ এফআইআরে জগনের নাম নেই। সিআইডি তদন্তে সাবেক মুখ্যমন্ত্রীর যুক্ত থাকার প্রমাণ পেয়েছে বলে চার্জশিটে উল্লেখ করেছে।
বলা হয়েছে, ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগন মুখ্যমন্ত্রী থাকার সময় মদ দুর্নীতিকে যুক্ত ছিলেন। তিনি মোট সাড়ে তিন হাজার কোটি টাকা ঘুষ নিয়েছেন।
#REL