দ্য ওয়াল ব্যুরো: “কখনও কি আমাকে ছুটি নিতে দেখেছেন? আমি কোনও দিন অসুস্থ হইনি”, জনসভায় দাঁড়িয়ে প্রশ্ন করলেন আন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু (Chandrababu Naidu)। বললেন, সকাল থেকে রাত পর্যন্ত তিনি কাজ করেন মানুষের জন্য, একেবারে যন্ত্রের মতো।
১৯৯৫ সালের ১ সেপ্টেম্বর প্রথমবার মুখ্যমন্ত্রীর (CM Chandrababu Naidu) শপথ নিয়েছিলেন তিনি। সেই সূত্রেই সোমবার পূর্ণ হল রাজনৈতিক জীবনের (political career) তিন দশক। এই বিশেষ দিনে পরিবারের সদস্যরা শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।