দ্য ওয়াল ব্যুরো: পুজোর ঝুড়ি হাতে অসংখ্য মহিলা ঠাসাঠাসি করে আটকে রয়েছেন ছোট্ট জায়গায়, কেউ কেউ একটু খোলা বাতাসে শ্বাস নেওয়ার জন্য ছটফট করছেন, কেউ আবার চিৎকার করছেন একটু সাহায্যের জন্য (Andhra temple stampede)।
শেষ পর্যন্ত সেই ভিড়ের চাপেই পিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ১০ জন ভক্তের, যাঁদের বেশিরভাগই মহিলা। ভাইরাল ভিডিওতে ধরা পড়ল মর্মান্তিক সেই দৃশ্য (Andhra Pradesh mandir stampede viral video)।
ঘটনাস্থল অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলম জেলার কাশিবুগ্গা, ভগবান শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে একাদশীর পুজো উপলক্ষে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ভক্ত।
#REL