দ্য ওয়াল ব্যুরো: কখনও এক ঝলকের উপস্থিতিতেই মাতিয়ে দেন তিনি। সম্প্রতি আরিয়ান খানের নেটফ্লিক্স সিরিজ The Ba**ds of Bollywood*-এ তাঁর স্টারস্টাডেড ক্যামিওর পর ফের চর্চায় ইমরান হাশমি। সেই মায়াবী চোখের মানুষটিকে এবার দেখা গেল একেবারে বিপরীত ভূমিকায়—পবন কল্যাণের তেলুগু অ্যাকশন ফিল্ম They Call Him OG-এর মূল খলনায়ক হিসেবে। আর এখন তিনি মুখোমুখি হচ্ছেন ইয়ামি গৌতমের, নতুন ছবি Haq-এ।
#REL