দ্য ওয়াল ব্যুরো: এক মদ্যপ ট্রাকচালকের (Drunk driving of truck driver) দৌরাত্ম্যে রাজস্থানের জয়পুরে (Jaipur, Rajasthan) মৃত্যু হল অন্তত ১০ জনের, গুরুতর জখম প্রায় ৫০ জন। রবিবার রাতে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় জয়পুরের লোহারমাণ্ডি রোড কিছুক্ষণের মধ্যেই পরিণত হয় মৃত্যুপুরীতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ডাম্পার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫ কিলোমিটার জুড়ে তাণ্ডব চালায়। সেই সময় উল্টো দিক থেকে আসা একাধিক গাড়ি ও মোটরবাইকের সঙ্গে ধাক্কা খায় ট্রাকটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চালক তখন সম্পূর্ণ নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তিনি একটার পর একটা গাড়িকে ধাক্কা দিতে থাকেন।