দ্য ওয়াল ব্যুরো: গভীর রাত। হাইওয়ে ধরে ৮০ কিমি গতিতে ছুটছে মুম্বই-হায়দরাবাদগামী ভিআরএল ট্রাভেলসের (VRL Travels) বাস। আর সেই সময়ই দেখা গেল চালকের চোখ রাস্তায় নয়, আটকে রয়েছে মোবাইলে। জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ (Bigg Boss) থেকে নজর সরছে না (bus driver watching Bigg Boss while driving)!
যাত্রীদের মধ্যে একজন ওই দৃশ্য ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ক্ষোভে ফেটে পড়লেন নেটিজেনরা।