দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে ডাকঘরের (Post office) পরিকাঠামোয় আসছে বড়সড় প্রযুক্তিগত বদল (Technology)। আর সেই কারণেই দু’দিন সম্পূর্ণ বন্ধ থাকবে ডাকঘরের সমস্ত পরিষেবা (Services)। গ্রাহকদের আগেভাগেই সতর্ক করল ডাকবিভাগ।
পশ্চিমবঙ্গ সার্কেলে নির্দিষ্ট করা হয়েছে দু'টি দিন— ১৫ জুলাই ও ৫ অগস্ট। এই দু'দিনে আর্থিক লেনদেন, স্পিড পোস্ট, পার্সেল বুকিং, সাধারণ পোস্টিং-সহ কোনও পরিষেবাই মিলবে না।
#REL