দ্য ওয়াল ব্যুরো: লাহোরের (Lahore) বোর্ড অব ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (BISE)–এর নবম শ্রেণির পরীক্ষায় দারুণ ফল করল ১৫ বছরের এক শিখ ছাত্র (Sikh Student), ওঙ্কার সিং। যে আটটি বিষয়ে পরীক্ষা হয়েছে তার সবকটিতেই এ+ নম্বর পেয়েছে সে।
বিষয়ভিত্তিক দেখতে গেলে, ইসলামিয়াতে (Islamiyat) সে পেয়েছে ১০০–র মধ্যে ৯৮ নম্বর। পাশাপাশি ইংরেজি, উর্দু, পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিদ্যা সহ সবক’টি বিষয়েই ওঙ্কার এ+ গ্রেড অর্জন করেছে। কোরান শরিফের অনুবাদ বিষয়েও তার প্রাপ্ত নম্বর ৪৯ (৫০–এর মধ্যে)।