দ্য ওয়াল ব্যুরো: ভবিষ্যতের অনিশ্চয়তাই মানুষের সর্বকালীন উদ্বেগ। বিশেষ করে আজকের দ্রুত বদলে যাওয়া বিশ্বে—আগাম কী ঘটবে তা জানতে মানুষ নানা উপায় খোঁজে। কেউ সংখ্যাতত্ত্বের (Numerology) রহস্যময় গণনায় আশ্রয় নেয়, কেউ আবার বিজ্ঞানের তথ্য-ভিত্তিক বিশ্লেষণের ওপর ভর করে। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা অ্যানালিটিক্সের যুগে এই প্রশ্নটি আরও তীক্ষ্ণ হয়েছে: ভবিষ্যৎ বলা যায় কি সংখ্যাতত্ত্ব (Numerology) দিয়ে, নাকি বিজ্ঞান-ভিত্তিক পদ্ধতিই সবচেয়ে নির্ভরযোগ্য?
ভবিষ্যতের পূর্বাভাস: দুটি ভিন্ন পথ