দ্য ওয়াল ব্যুরো: আমাদের দৈনন্দিন জীবনে সংখ্যার প্রভাব কেবল কাকতালীয় নাকি সংখ্যার আড়ালে লুকিয়ে আছে ভবিষ্যৎ বলার ক্ষমতা? সংখ্যাতত্ত্ব (Numerology)—আদিকাল থেকে মানুষের ভাগ্য গণনা ও ভবিষ্যৎবাণীর মাধ্যম হিসেবে ব্যবহৃত—এবার নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে। এক পক্ষের মানুষ এটাকে অলৌকিক ও নির্ভুল মনে করেন; অন্যদিকে আধুনিক বিজ্ঞান ও যুক্তি বাহিনী এর বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন। এই চলমান বিতর্কের মাঝেই বড় প্রশ্ন দাঁড়ায়: বাস্তবে সংখ্যাতত্ত্ব কীভাবে টিকে থাকতে পারে, এবং কতটা বিশ্বাসযোগ্য?
সংখ্যাতত্ত্ব কী?