দ্য ওয়াল ব্যুরো: আপনার জন্মতারিখ কি কেবল একটি সংখ্যা? সংখ্যাতত্ত্ববিদদের মতে, এর ভেতরেই লুকিয়ে আছে আপনার আগামী বছরের সুযোগ-চ্যালেঞ্জের গোপন ছক। এই ধারণা অনুযায়ী, জন্মতারিখ থেকে বের করা যায় এক বিশেষ সংখ্যা— "ব্যক্তিগত বছরের সংখ্যা", যা বলে দেয় আপনার জীবন কোন পথে এগোতে পারে, কোন সিদ্ধান্তে লাভ হবে, আর কোথায় সতর্ক থাকতে হবে।
ব্যক্তিগত বছরের সংখ্যা কী?