দ্য ওয়াল ব্যুরো: আপনার ভাগ্য কি সংখ্যার জালে বাঁধা? এই প্রশ্নটি প্রাচীনকাল থেকেই মানুষকে ভাবিয়ে তুলেছে। আজকের দিনে যখন মানুষ আত্ম-অন্বেষণ এবং জীবনের রহস্যকে বুঝতে নানা পথ খুঁজছে, তখন আবার আলোচনার কেন্দ্রে এসেছে সংখ্যাতত্ত্বের (Numerology) দুটি প্রাচীন ধারা—পিথাগোরিয়ান এবং ক্যালডিয়ান পদ্ধতি। কিন্তু সত্যিই কি এই দুই পদ্ধতির মধ্যে কোনোটি আপনার জীবনকে গভীরভাবে প্রভাবিত করতে পারে?
সংখ্যাতত্ত্ব: প্রাচীন বিশ্বাস থেকে আধুনিক প্রয়োগ