দ্য ওয়াল ব্যুরো : ঘড়ির কাঁটায় ১১:১১, গাড়ির নম্বর প্লেটে একই সংখ্যা, দোকানের বিলেও সেই পুনরাবৃত্তি—অনেকে একে নিছক কাকতালীয় ভাবলেও, সংখ্যাতত্ত্ব (Numerology) ও আধ্যাত্মিক জগৎ বলছে, এর গভীরে লুকিয়ে আছে এক মহাজাগতিক বার্তা। এই সংখ্যা হতে পারে আপনার জীবনের দিকনির্দেশ, সতর্কবার্তা, কিংবা নতুন সুযোগের পূর্বাভাস।
সংখ্যাতত্ত্ববিদদের মতে, এই ‘অ্যাঞ্জেল সংখ্যা’ আপনার ভাগ্য, সম্পর্ক, কর্মজীবন এবং ভবিষ্যতের পথচলায় গভীর প্রভাব ফেলে। আসুন জেনে নিই এর উৎস, অর্থ ও সম্ভাব্য প্রভাব।